জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে অনুর্ধ ১৫ থেকে ২৪ বছরের মেয়েদের প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতা ও ছেলেদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে ১৫-২৪ বছর বয়সী মেয়েদের হ্যান্ডবল ও ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত |
জেলা সদরের প্রত্যন্ত অঞ্চলে চর হরিকেশ এলাকার ছয়ানি পাড়া গ্রামে এ হ্যান্ডবল ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশনের অথার্য়নে টেরেডেস হোমস এর কারিগরি সহায়তায় সলিডারিটির বাস্তবায়নে মাদক বিরোধী, বাল্যবিবাহ প্রতিরোধে, মোবাইল আসক্তি রোধে ও শিশুদের মানসিক সুরক্ষা এবং সামাজিক এবং শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে এ আয়োজন করে সলিডারিটি।
গতকাল বিকেল সাড়ে ৪টায় এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
এসময় বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির নির্বাহী পরিচালক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর, সদর উপজেলা সমাজ সেবা অফিসার হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার ও প্রকল্প কর্মকর্তা খাদিজা পারভীনসহ অন্যান্যরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।