সেবা ডেস্ক: বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচের স্কোয়াডে আরও ১১ জন ফুটবলার যোগ দিয়েছেন। মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি জোরালো করতে দেশের ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন।
ফিফা প্রীতি ম্যাচ: বাংলাদেশ দলে যোগ হলো আরও ১১ ফুটবলার |
মালদ্বীপের বিপক্ষে আসন্ন ফিফা প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল দল প্রস্তুতিতে ব্যস্ত। আগেই ১৬ সদস্যের আংশিক দল ঘোষণা করা হয়েছিল, তবে এখন অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন আরও ১১ জন ফুটবলার।
৫ নভেম্বর, মঙ্গলবার বিকাল ৫টায় ডাক পাওয়া এই খেলোয়াড়রা ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ফলে দলটির মোট ফুটবলারের সংখ্যা এখন ২৭ জনে দাঁড়িয়েছে।
নতুন যোগ দেওয়া ফুটবলারদের মধ্যে রয়েছেন: আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসেন রাহুল, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম।
এএফসি চ্যালেঞ্জ কাপে অংশ নিতে ভুটানে গিয়েছিল বসুন্ধরা কিংস। তাই তাদের জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই আংশিক দল ঘোষণা করা হয়েছিল।
তবে কিংসের খেলোয়াড়রা দেশে ফেরায় এবার পূর্ণাঙ্গ স্কোয়াড প্রস্তুত হয়েছে।
গত ১ নভেম্বর থেকে বাংলাদেশ দল ১৬ জন ফুটবলারের সাথে অনুশীলন শুরু করেছে। তবে এ যাত্রায় অধিনায়ক জামাল ভূঁইয়া দলের সাথে নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে এই ফিফা উইন্ডোতে তিনি খেলছেন না। ম্যানেজমেন্ট ও কোচ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।