সেবা ডেস্ক: ইসকন আন্দোলনের পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভুয়া মামলা ও লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়েও আলোচনা।
ইসকন আন্দোলনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের শঙ্কা: স্বরাষ্ট্র উপদেষ্টা |
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ইসকন আন্দোলন ও এর পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট সার্কিট হাউজ মিলনায়তনে বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "ইসকন নেতৃবৃন্দের আন্দোলন-সংগ্রামের পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। এর পেছনে কিছু নিষিদ্ধ ছাত্র সংগঠনের ইন্ধন থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।"
ভুয়া মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "কোনো ব্যক্তি যাতে ভুয়া মামলায় হয়রানির শিকার না হন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।" একইসঙ্গে ভুয়া মামলাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
৫ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, "অস্ত্র ও গুলি উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তবে এখনো পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি।"
সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, ৫২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রি. জেনারেল আজহার উদ্দিন আহমেদ, র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
সভায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন উপদেষ্টা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।