জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক আনিসুর রহমান (৪০) মারা গেছে।
নিহত আনিসুর রহমান মাহমুদপুর ইউনিয়নের চরগোবিন্দি গ্রামের হাজী আব্দুল আজিজের ছেলে।
ঘটনাটি ঘটেছে, ১২ নভেম্বর বেলা ১১টার দিকে।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে মাহবুবুর রহমানের ছাগল আনিসুর রহমানের ক্ষেতের ফসল খায়।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলার একপর্যায়ে ১২ নভেম্বর সকালে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বেলা ১১টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে আনিসুর রহমান গুরুতর আহত হয়।
স্বজনরা তাকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অফিসার ইনচার্জ মাসুদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।