সেবা ডেস্ক: অভিনয় থেকে অবসর নিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সৃজনশীল চরিত্রের অভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সব্যসাচী চক্রবর্তীর অভিনয় থেকে অবসর ঘোষণা |
ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী তার অভিনয়জীবন থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। ৬৮ বছর বয়সী এই অভিনেতা বলেন, "অভিনয় করার মতো আর ভালো কোনো চরিত্র নেই।"
শারীরিক অসুস্থতা নয়, বরং সৃজনশীল চরিত্রের অভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগেই তিনি বাংলাদেশের গণমাধ্যমে অবসর সংক্রান্ত মন্তব্য করেছিলেন।
তিনি জানান, তখন তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল।
সব্যসাচী জানান, তার স্ত্রী মিঠু চক্রবর্তীর সাম্প্রতিক ক্যানসারের অস্ত্রোপচার এবং তার পরবর্তী পরিচর্যা তাকে আবেগপ্রবণ করে তুলেছে।
তবে, এর মাঝেও অভিনয়ের প্রতি তার ভালোবাসা অটুট থাকলেও, তিনি মানসম্মত কাজের অভাবে ২২টি হিন্দি প্রজেক্ট প্রত্যাখ্যান করেছেন।
তার অভিনয় থেকে অবসরের সিদ্ধান্তে স্ত্রী মিঠু মোটেও খুশি নন। তিনি চান, সব্যসাচী অভিনয় চালিয়ে যান এবং ভক্তদের মাঝে নিজের অবদান ধরে রাখুন।
সব্যসাচী জানান, তিনি নিজে সোশ্যাল মিডিয়াতে নেই, তবে তার ফ্যানরা তার নামে ভুয়া একাউন্ট বন্ধ করে দায়িত্ব পালন করেন। ভুয়া একাউন্ট নিয়েও তার কোন অনুশোচনা নেই।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।