জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে জুলাই-আগস্টে হতাহত ৬ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে ২৭ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন-ইউএনও এসএম আলমগীর।
বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. গাজী রফিকুল হক, অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান, উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, মেলান্দহ প্রেস ক্লাবের সভাপতি আজম খান, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক রাশেদুল ইসলাম প্রমুখ। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন-মডেল মসজিদের ইমাম মুফতি জাহেদুল ইসলাম। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন-একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর আলম।
সভায় নিহত ৪ জন আহত ২ জনসহ মোর্ট ৬জনকে ৫ লাখ করে টাকার অনুদানের চেক বিতরণ কর হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।