জামালপুর সংবাদদাতা: জামালপুরে ডলফিন কিন্ডারগার্টেন কেয়ার শিক্ষার্থীদের বার্ষিক মেধা ও কালচারাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ উপলক্ষে ২৩ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমির গীতিকার নজরুল ইসলাম বাবু স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ডলফিন কেয়ারের অধ্যক্ষ মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-আশেক মাহমুদ কলেজের ইংরেজি শিক্ষক মনোয়ার হোসেন মুরাদ, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নাছিমুল বারি মোবাচ্ছের, সাধারণ সম্পাদক ফজলুল করিম, ছাত্র অভিভাবক আরিফুল ইসলাম, সুরাইয়া বেগম এবং শিক্ষক-কবি মিনহাজ উদ্দিন শপথ।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।