সেবা ডেস্ক: জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত দেভারা পার্ট ১, প্রথম দিনে ১৪০ কোটি আয় করেছে। ভারতের বাজারে সফল হলেও বিদেশে মিশ্র প্রতিক্রিয়া।
জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের বহুল প্রতীক্ষিত ‘দেভারা’ সিনেমা বক্স অফিসে কেমন চলছে? |
চলতি বছরের ২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের অন্যতম বড় তারকা জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দেভারা পার্ট ১’।
কোরাতালা শিব পরিচালিত এই ছবিতে আরও রয়েছেন সাইফ আলি খান, যার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে।
প্রথম দিন থেকেই বিশ্বব্যাপী দুর্দান্ত সাড়া ফেলেছে এই ছবি। অ্যাডভান্স বুকিং থেকেই দারুণ সাড়া পাওয়া গিয়েছিল, যার ফলে সিনেমাটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৪০ কোটি রুপি আয় করে।
বর্তমানে ১৮ দিন শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৪০৪ কোটি রুপি। যদিও ভারতের ভেতরে ভাল পারফরম্যান্স করলেও আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় তুলনামূলক কম।
এই ছবিতে সাইফ আলি খানকে একজন অত্যন্ত নৃশংস বন্ধুর ভূমিকায় দেখা যায়, আর জাহ্নবী কাপুর অভিনয় করেছেন এনটিআরের প্রেমিকা হিসেবে।
এটি জাহ্নবীর প্রথম তেলুগু সিনেমা হওয়ায় ভক্তদের মধ্যে আলাদা আগ্রহ ছিল। মিশ্র রিভিউ পেলেও প্রথম দিকে ছবিটির আয় ছিল সন্তোষজনক।
এখন দেখার বিষয় হলো, এই গতি ধরে রাখতে পারলে ‘দেভারা পার্ট ১’ দক্ষিণের ব্লকবাস্টার হতে পারে। কোরাতালা শিব পরিচালিত এই ছবির সাফল্যের জন্য অনেক কিছু নির্ভর করছে দর্শকদের পরবর্তী সাড়া ও সিনেমার প্রোমোশন কৌশলের ওপর।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।