সেবা ডেস্ক: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফিনজাল সৃষ্টি হয়েছে। সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি। উপকূলবাসীকে সতর্ক থাকার পরামর্শ।
ঘণীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ফিনজাল: সতর্ক সংকেত জারি |
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ফিনজাল-এ পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি-৯ এ জানানো হয় যে, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে যথাক্রমে ১৬৩৫ কি.মি., ১৫৮৫ কি.মি., ১৫১০ কি.মি., এবং ১৫১২ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল দুপুর নাগাদ উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সরকারি ও বেসরকারি সংস্থাগুলো ইতোমধ্যে উপকূলীয় এলাকায় জরুরি প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জনসাধারণকে আবহাওয়ার আপডেট নিয়মিত মনিটর করার এবং সতর্ক সংকেত মানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।