সেবা ডেস্ক: তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠি'ত হয়। এতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, আলোচনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা |
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি, ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
নিরাপদ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তাবিত সমর্থনও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল।
এর আগে, গত ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করতে সেনাপ্রধান ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
সেই সফরের অভিজ্ঞতা ও আলোচনাগুলো এই সাক্ষাতের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল বলে জানা গেছে। এই সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের বর্তমান কার্যক্রম এবং দেশের সার্বিক স্থিতিশীলতা রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
প্রেস সচিব জানান, এই সাক্ষাৎ দেশের চলমান অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।