সেবা ডেস্ক: সেনাবাহিনী প্রধানের যশোরে কোর অব সিগন্যালস সম্মেলনে অংশগ্রহণ ও আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন।
সেনাবাহিনী প্রধানের যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণ এবং আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন |
আজ (১৩ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে যশোর সেনানিবাসের সিগন্যালস ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (এসটিসিএন্ডএস) এ কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৪ এ অংশগ্রহণ করেন।
সেনাবাহিনী প্রধানকে যশোর সেনানিবাসে পৌঁছানোর পর জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ অফিসার; এ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, এমআইএসটি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, সিগন্যালস ট্রেনিং সেন্টার এন্ড স্কুল আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।
কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যকালে সেনাবাহিনী প্রধান কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদান এর কথা উল্লেখ করেন। তিনি আধুনিক প্রশিক্ষণ এবং যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিগন্যালসের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন, যা কোর অব সিগন্যালসকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করবে।
এছাড়া, সম্মেলনে উপস্থিত সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সিগন্যালস ব্রিগেডের কমান্ডারগণ এবং সিগন্যালস ইউনিটসমূহের অধিনায়কগণ কোরের প্রযুক্তিগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেনাবাহিনী প্রধানের সাথে মতবিনিময় করেন। সেনাবাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উন্নত গবেষণার জন্য সিগন্যালস কোরের সদস্যদের প্রতি গুরুত্বারোপ করেন সেনাবাহিনী প্রধান।
এর পাশাপাশি, সেনাবাহিনী প্রধান যশোর সেনানিবাসে ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ও তাদের পরিবারবর্গের জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদানে সহায়ক হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জিওসি, আর্টডক; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি মেডিকেল কলেজ, যশোরের অধ্যক্ষ, চিফ এক্সিকিউটিভ অফিসার, ফ্যাকাল্টিগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হলে এটি স্থানীয় জনগণকেও চিকিৎসা সুবিধা দেবে এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই হাসপাতালটি শুধু সেনাসদস্যদের জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্যও একটি উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।