চট্টগ্রামসহ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: চট্টগ্রাম আদালতে সংঘর্ষের পর দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ড. ইউনূস। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান।

চট্টগ্রামসহ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যাকাণ্ডে গভীর নিন্দা জানিয়ে ড. ইউনূস ঘটনাটির তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে তাগিদ দিয়েছেন।


প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর নগরী ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অপ্রীতিকর কার্যকলাপ রোধে সবাইকে সচেতন হতে হবে।”


গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। সংঘর্ষে আরও অনেকে আহত হন। ইসকনের সমর্থকদের আন্দোলনের সময় পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ সংঘর্ষকে তীব্র করে তোলে।


ইসকন সমর্থকরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আদালত চত্বরে প্রিজনভ্যান আটকে রাখে। পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আদালতের মসজিদেও ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে।


ড. মুহাম্মদ ইউনূস জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “সব পক্ষকে সহনশীল হতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করতে হবে।”




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top