সেবা ডেস্ক: চরমোনাই পীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সম্মানের সঙ্গে পদত্যাগের আহ্বান জানান। ইসলামী আদর্শে নতুন বাংলাদেশ গঠনের দিকে এগোতে চান তিনি।
রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে বিদায় নিতে বললেন চরমোনাই পীর |
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে সম্মানের সঙ্গে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে’ন। অন্যথায়, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে মন্তব্য করে’ন তিনি। রোববার বাগেরহাটে’র ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগের’হাট জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, "রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কিছুদিন আগে বলেছিলে’ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পরে তার পদত্যাগপত্র পেয়েছেন। কিছু দিন পরে আবার বল’লেন, তিনি পদত্যাগ’পত্র পাননি। এ ধরনের কচ্ছপের মতো আচরণ কাম্য নয়।" তিনি আরও বলেন, "আমরা ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার লক্ষ্যে এগোতে চাই। তরুণ প্রজন্ম এখন নিজেদের জন্য একটি নতুন বাংলাদেশ চায়, যেখানে ন্যায়’বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "দুর্নীতিগ্রস্তদের বিচার করতে হবে এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।" এ ছাড়া তিনি বলেন, "আওয়ামী লী’গ ও অন্যান্য দুর্নীতিবাজ’দের বিরুদ্ধে আন্তর্জাতিক মানের বিচারের দাবি জানাচ্ছি। দেশের স্বতন্ত্র নির্বাচনী পদ্ধতি উন্নয়নের জন্য পিআর সিস্টেম প্রবর্তন করতে হবে।"
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেন, "আওয়ামী স্বৈরাচা’র বিদায় নেওয়ার পর কিছু নব্য স্বৈরাচার চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত হয়েছে। আমরা সুস্থ রাজনীতির চর্চার আহ্বান জানাই।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।