জামালপুরে মির্জা আজমসহ আওয়ামী লীগের দুইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমেদ চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

জামালপুরে মির্জা আজমসহ আওয়ামী লীগের দুইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


গতকাল সোমবার রাতে জামালপুর শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে ও দুইশতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০২২ সালের ১২ ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের দাবি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি, বিএনপির কার্যালয় জবরদখল ও ভাংচুরের প্রতিবাদে গণমিছিল এবং বিক্ষোভ কর্মসূচি শেষে শহরের বকুলতলা মোড়ে পথসভা ও অবস্থান কর্মসূচী পালনকালে বিএনপির নেতাকর্মীদের উপর ককটেল নিক্ষেপ এবং শর্টগান দিয়ে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো: শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মো: জহুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজু আহম্মেদ, সদস্য নুরে আলম জিকু, ছাত্রলীগ নেতা অমিত, তিলক, যুবলীগ নেতা নিলয়, আওয়ামী লীগ নেতা হযরত আলীকে আসামী করা হয়েছে। এছাড়াও আরও দুইশ জন নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, গতকাল সোমবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top