শেরপুরে আওয়ামী লীগের দুই সাবেক এমপি সহ ১৪৭ জনের বিরুদ্ধে মামলা

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: শেরপুরে আওয়ামী লীগের দুই সাবেক এমপি সহ ১৪৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা। পুলিশ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।

শেরপুরে আওয়ামী লীগের দুই সাবেক এমপি সহ ১৪৭ জনের বিরুদ্ধে মামলা
শেরপুরে আওয়ামী লীগের সাবেক দুই এমপি সহ ১৪৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ জন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র সময় বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মজিবর রহমান এবং হাবিবর রহমানসহ মোট ১৪৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গতকা’ল শুক্রবার রাতে শেরপুর থানায় এ মামলা করেন রিফাত সরকার, যিনি এই আন্দোলনে অংশগ্রহণকারী ছিলেন এবং হামলায় আহত হয়েছে’ন। মামলার বাদী রিফাত সরকার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাসিন্দা।

গ্রেপ্তার ৫ আসামি: আজ শনিবার ভোরে অভিযা’নে চালিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ফজলুল হক (৪৮), সাইফুল ইসলাম (৫২), আবুল কালাম আজাদ (৫৫), মো. সুরুজ্জামান (৪৫) ও গরেরবাড়ি গ্রামের আবুল কালাম আজাদ (৪৫)। এদের সবাই আওয়ামী লীগে’র রাজনীতির সঙ্গে জড়িত।

মামলার পটভূমি: গত ১৭ জুলাই শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকা’য় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে’র সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে হামলা চালান। মামলার বাদী অভিযোগ করেন যে, সাবেক দুই সংসদ সদস্য মজিবুর রহমান ও হাবিবর রহমানের হুকুমে এ হামলা চালানো হয়েছে। হামলায় আরও অনেকে আহত হন।

মামলার তদন্ত কর্মকর্তা, শেরপুর থানার পুলিশ পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, বাদীর লিখিত অভিযোগটি গতকাল রাতে বিস্ফোরক দ্রব্য আইনে এজাহার হিসেবে গ্রহণ করা হয়। এজাহার’ভুক্ত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে’ন শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম। এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top