সেবা ডেস্ক: সাইবার নিরাপত্তা আইন বাতিলের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া সব হয়রানিমূলক মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানিয়েছেন ড. আসিফ নজরুল।
সাইবার নিরাপত্তা আইন বাতিলের মাধ্যমে সাংবাদিকদের মামলাগুলোও বাতিল: আসিফ নজরুল |
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন, সাইবার নিরাপত্তা আইন বাতিলের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে হওয়া সকল মামলাও বাতিল হবে।
শুক্রবার (৮ নভেম্বর) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ ও সাংবাদিকদের হয়রানির অবসান ঘটাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ড. আসিফ নজরুল আরও জানান, সাইবার নিরাপত্তা আইনের অধীনে পর্নোগ্রাফি ও যৌন হয়রানির মামলাগুলো ছাড়া বাকিগুলো বাতিল হবে। সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও এই আইনের শিকার হচ্ছিলেন। সাংবাদিকদের আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের নির্ভীক হয়ে সত্য প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, "সাংবাদিকরা নির্ভীক না হলে গণতন্ত্র ও পরিবেশ রক্ষা সম্ভব নয়"।
অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন এবং মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ১১ জন সাংবাদিককে "বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড" প্রদান করা হয়। উল্লেখযোগ্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন দৈনিক প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন (প্রথম পুরস্কার, প্রিন্ট মিডিয়া) এবং জাগো নিউজের ইয়াসির আরাফাত (প্রথম পুরস্কার, অনলাইন মিডিয়া)।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।