সেবা ডেস্ক: স্যাটেলাইট ইন্টারনেট চালুতে বিটিআরসি উদ্যোগ নিয়েছে। ইলন মাস্কের স্টারলিংকসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রবেশে নতুন সম্ভাবনা উন্মোচিত হবে।
ইন্টারনেট বিপ্লবের পথে বাংলাদেশ: আসছে ইলন মাস্কের স্টারলিংক |
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল সংযোগ উন্নয়ন, ও ডেটা ব্যবহারের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই পরিষেবা চালুর জন্য একটি খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে এবং এটি চূড়ান্ত করার আগে জনগণের মতামত আহ্বান করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ ইলন মাস্কের স্টারলিংক এবং অন্যান্য আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর বাংলাদেশে প্রবেশ সহজ করবে। এতে দেশের ডিজিটাল বিভাজন দূর করে গ্রাম-শহর সংযোগ জোরদার হবে।
বিশেষজ্ঞদের মতে, স্যাটেলাইট ইন্টারনেট চালুর ফলে দেশের ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা, এবং ডেটা পরিষেবায় বড় পরিবর্তন আসবে। এটি গ্রাহকের ডেটা সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দ্রুতগতির ইন্টারনেট সরবরাহে ভূমিকা রাখবে। বিটিআরসি জানায়, এই সেবা দিতে ১০০% বিদেশি বিনিয়োগ অনুমোদন করা হয়েছে।
খসড়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে:
- লাইসেন্সের মেয়াদ: ৫ বছর।
- লাইসেন্স ফি: প্রসেসিং ফি ৫ লাখ টাকা; অধিগ্রহণ ফি ১০ হাজার ডলার; বার্ষিক ফি ৫০ হাজার ডলার।
- সেবাগুলোর অনুমোদন:
- ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা
- ইন্টারনেট অফ থিংস (IoT)
- রিমোট সেন্সিং এবং আবহাওয়া সংক্রান্ত সেবা
- গেটওয়ে স্থাপনা ও ব্যবস্থাপনা
তবে সরাসরি-টু-হোম পরিষেবা, সম্প্রচার পরিষেবা, এবং টেলিযোগাযোগ পরিষেবা প্রদান নিষিদ্ধ থাকবে।
রবি আজিয়াটার কর্পোরেট অফিসার শাহেদ আলম বলেন, “এই উদ্যোগ ডিজিটাল সংযোগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স শরফুদ্দিন আহমেদ বলেন, “এই প্রযুক্তি সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। তবে বৈষম্যহীন লাইসেন্সিং প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।”
আইএসপিএবি সভাপতি এমদাদুল হক বলেন, “প্রযুক্তিটি দেশের জন্য উপযোগী কিনা তা নিশ্চিত করা উচিত।”
স্যাটেলাইট ইন্টারনেট চালুর মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলগুলোতেও উচ্চগতির ইন্টারনেট সংযোগ সহজ হবে। এটি ডিজিটাল বাংলাদেশ গঠনের পথে একটি বড় অগ্রগতি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।