সেবা ডেস্ক: যুব এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে। অধিনায়ক তামিমের সেঞ্চুরি আর দুর্দান্ত বোলিং জয় এনে দেয়।
আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু |
যুব এশিয়া কাপ ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানের জয়ে শুভ সূচনা করেছে। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
বাংলাদেশের ব্যাটিং হাইলাইটস:
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসের শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে ১৪২ রানের বিশাল জুটি গড়েন।
অধিনায়ক তামিমের অনবদ্য ১০৩ রানের সেঞ্চুরি এবং কালামের ৬৬ রানের ইনিংস দলকে ২২৮ রানের লড়াকু সংগ্রহ এনে দেয়। ইনিংসের শেষ দিকে বাংলাদেশ আর বড় স্কোর করতে না পারলেও এ রানই জয় এনে দেয়।
আফগানিস্তানের বোলিংয়ে অবদান রাখেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই এবং নূরিস্তানি ওমরজাই, যারা প্রত্যেকে দুটি করে উইকেট দখল করেন।
২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের শুরুটা ছিল ধীরগতির। প্রথম উইকেট জুটিতে মাত্র ২১ রান যোগ করতে পারে আফগানরা। আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ফয়সাল খান আহমদজাই, তবে তার ফিফটিও দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়। মারুফ মৃধা ও রাফিউজ্জামান রাফি যথাক্রমে ২টি এবং ১টি উইকেট দখল করেন।
অধিনায়ক তামিম ও কালামের জুটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফিল্ডিংয়ে অসাধারণ প্রদর্শনী ও বোলিংয়ে ফাহাদ-ইমনের সাফল্য জয় নিশ্চিত করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।