যমুনা টিভির নিউজ: জামালপুরের বকশীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী জহুরা বেগমের নাম চার্জশিট থেকে বাদ দেয়ার আশ্বাস দিয়েছেন যুবদল নেতা মাহবুবুর রহমান লাভলু, ফোনালাপ ফাঁস।
বকশীগঞ্জে চার্জশিট থেকে যুবলীগ নেত্রীর নাম বাদ দেয়ার আশ্বাস যুবদল নেতার, ফোনালাপ ফাঁস |
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলার চার্জশিট থেকে যুব মহিলা লীগ নেত্রী জহুরা বেগমের নাম বাদ দিতে যুবদল নেতা’র কাছে আর্জি জানানোর একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৯ নভেম্বর) সকাল থেকে ওই ফোনালাপের রেকর্ড ভাইরাল হয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ফোনালাপে জহুরা বেগম তার নাম চার্জশিট থেকে কেটে ফেলা’র জন্য মাহবুবুর রহমান লাভলু নামে যুবদল নেতার কাছে অনুরোধ জানান।
এতে লাভলু তাকে আশ্বস্ত করেন যে, তার নাম চার্জশিট থেকে বাদ দেয়া সম্ভব হবে, তবে এতে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সাথে বসে আলোচ’না করতে হবে।
ফোনালাপে, মাহবুবুর রহমান লাভলু যুব মহিলা লীগের নেত্রীকে আশ্বস্ত করে বলেন, “চার্জশিট থেকে নাম কাটা যাবে।” তবে তিনি আরো বলেন, “এখন কিছু করা যাবে না। তবে মানিক ভাইয়ে’র সাথে বসে কথা বলতে হবে।”
এছাড়া, ফোনালাপে শোনা যায়, লাভলু রাস্তার ঠিকাদারি কাজের জন্য জহুরা বেগমের সহায়তা চান এবং জহুরা বেগমও তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, তবে বিএনপির সাথে বসে বিষয়’টি সমাধান করার কথা বলেন।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ নেত্রী জহুরা বেগম এর সাথে যোগাযোগে’র চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, যুবদল নেতার দাবি, ফোনালাপে’র বিষয়টি সম্পূর্ণ কাজের প্রয়োজনে এবং তার সাথে মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।
জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম এই ঘটনা’টি নিয়ে বলেন, "যদি বিষয়টি সঠিক হয়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।"
এ ঘটনার সূত্রপাত ৪ আগস্ট, যখন বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা’র ঘটনায় এক মামলা করা হয়েছিল। ৩৩ জনের নাম উল্লেখ করে ওই মামলায় জহুরা বেগমসহ ৩২ জন আসামি হয়েছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।