সেবা ডেস্ক: ঢাকার গুলিস্থান জিরো পয়েন্টে আওয়ামী লীগ ও ছাত্র আন্দোলনের মধ্যে উত্তেজনা। কয়েকজন আওয়ামী লীগ কর্মীকে বেধড়ক পিটুনি দেয়া হয়েছে।
বিএনপির কর্মসূচি নিয়ে উত্তেজনা: আওয়ামী লীগ কর্মীরা বেধড়ক পিটুনি খেয়ে নাজেহাল।। ছবি : প্রথম আলো |
১০ নভেম্বর রবিবার বিকেল ৩টায় ঢাকার গুলিস্থান জিরো পয়েন্টে শহীদ নূর হোসেনের স্মরণে এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে।
এর বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফলে গুলিস্থান এলাকা সকাল থেকেই থমথমে হয়ে ওঠে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
কিন্তু বিশৃঙ্খলা ঠেকানোর চেষ্টায় সকাল থেকে উত্তেজনা তীব্র হয়। "একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর" স্লোগান দেওয়া একদল আন্দোলনকারী, আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা চালায়।
এই পরিস্থিতিতে বিপর্যস্ত আওয়ামী লীগ কর্মীদের পেটানো হয়, যার মধ্যে কয়েকজনকে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তার হতে দেখা যায়।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শনিবার রাত থেকেই গুলিস্থান জিরো পয়েন্টে অবস্থান নেয় এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলোও মিছিল নিয়ে সেখানে জমায়েত হতে থাকে।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিকবার হস্তক্ষেপ করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।