সেবা ডেস্ক: শেখ হাসিনা ও তার পরিবারের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শারমিন আহমদ। সোশ্যাল মিডিয়ায় উঠেছে আলোচনা, সোহেল তাজ কি দলটির নেতৃত্বে আসছেন?
সোহেল তাজের নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে? শারমিন আহমদের মন্তব্যে নতুন আলোচনা |
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছিলে’ন, শেখ হাসিনা এবং তার পরিবারে’র কেউ রাজনীতিতে আর ফিরবেন না। শারমিন আহমদ জানান, বর্তমান পরিস্থিতি’তে আওয়ামী লীগে মাফিয়াতন্ত্রের আধিপত্য রয়েছে এবং দলটির ভবিষ্যতে পরিচ্ছন্ন ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন। তার মন্তব্য অনু’যায়ী, দলটিকে রাজনৈতিক মাঠে পুনরায় ফিরিয়ে আনতে দুর্নীতি মুক্ত একটি নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
শারমিন আহমদ আরো বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাফিয়া লীগে পরিণত হয়েছিল। প্রকৃত নেতৃত্বে থাকা প্রয়োজন পরিচ্ছন্ন লোকদে’র।” তিনি দলের নেতাদে’র কাছে তরুণদের হত্যা ও অনুশোচনার অভাবের প্রসঙ্গও উল্লেখ করেন।
তাজ পরিবারের নেতৃত্ব গ্রহণের সম্ভাবনা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। অনেকে’ই এ বিষয়ে অনুমান করছেন যে সোহেল তাজ নেতৃত্বে আসতে পারেন এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা’র জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখনো সোহেল তাজ কিংবা তাজ পরিবারের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জনমনে আলোচনা চললেও, আওয়ামী লীগ ও তাজ পরিবারের তরফে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।