সেবা ডেস্ক: লিভারপুলের জয়ে আর্নে স্লট প্রিমিয়ার লিগে অনন্য রেকর্ড গড়েছেন। ১১ ম্যাচে নবম জয় তুলে নিয়ে তার দল ম্যানচেস্টার সিটির থেকে ৫ পয়েন্ট এগিয়ে গেছে।
লিভারপুলকে জিতিয়ে আর্নে স্লটের অনন্য কীর্তি |
গত শনিবার (৯ নভেম্বর) প্রিমিয়ার লিগে লিভারপুল অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে। লিভারপুলের হয়ে ডারউইন নুনেজ ও মোহামেদ সালাহ একটি করে গোল করেন।
এই জয়ের ফলে অ্যাস্টন ভিলা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে হারের বৃত্তে আবদ্ধ হলো।
এর আগে তারা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগ, প্রিমিয়ার লিগে টটেনহ্যাম এবং কারাবাও কাপের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে যায়।
২০১৫ সাল থেকে লিভারপুলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ইয়ুর্গেন ক্লপ। কিন্তু এবার লিগের শুরুতে ক্লপের দায়িত্বের ভার গ্রহণ করে আর্নে স্লট দলকে যে নেতৃত্ব দিচ্ছেন, তাতে ক্লপের অভাব অনুভূত হচ্ছে না।
অ্যাস্টন ভিলাকে হারিয়ে ১১ ম্যাচে স্লট পেয়েছেন নবম জয় এবং সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে ১৫টি জয়।
প্রিমিয়ার লিগে স্লটের এই ২৮ পয়েন্ট অর্জন অসাধারণ, যা যেকোনো কোচের জন্য অনন্য রেকর্ড।
তার মতো এমন সাফল্য আছে আর মাত্র একজন কোচের, তিনি হলেন গুস হিডিঙ্ক। হিডিঙ্ক চেলসির কোচ হিসেবে তার প্রথম ১১ ম্যাচে ২৮ পয়েন্ট অর্জন করেছিলেন।
এই জয়ে লিভারপুল ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ৫-এ উন্নীত করেছে। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি এখন দ্বিতীয় স্থানে রয়েছে। আর অ্যাস্টন ভিলার পয়েন্ট দাঁড়িয়েছে ১৮।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।