ট্রাম্পের জয় নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ, নারীদের অধিকার হুমকির মুখে

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নারীদের প্রজনন অধিকার ও অভিবাসন নী’তি নিয়ে ট্রাম্পে’র অবস্থান নিয়ে জনমনে গভীর উদ্বেগ।

ট্রাম্পের জয় নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ, নারীদের অধিকার হুমকির মুখে
যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল শহরগুলো


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় যুক্তরাষ্ট্রে’র বিভিন্ন শহরে বিক্ষোভের ঝড় উঠেছে। হাজা’রো মানুষ নারীদের প্রজনন অধিকার ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত অবস্থানের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করেন। 


ট্রাম্পের নীতিগুলোকে জনগণের অধিকার ও মানবাধিকারের প্রতি হুমকি বলে আখ্যা দিয়েছেন বিক্ষোভকারীরা।

গতকাল শনিবার (৯ নভেম্বর) নিউইয়র্ক, সিয়াটল, ওয়াশিংটন ডিসি ও অন্যান্য শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। 


প্রতীকী প্ল্যাকার্ড হাতে তারা ট্রাম্পের নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। 


বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল— "আমরা আমাদের রক্ষা করি", "নারীদের স্বাধীনতার জন্য আর কত সময় অপেক্ষা?", "আমরা পিছু হটব না" ইত্যাদি।

নিউইয়র্কের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এক বিক্ষোভকারীর বক্তব্যে বলা হয়, "ট্রাম্প আমাদের সবার জন্য হুমকি, এবং তার পরিকল্পনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।" 


ওয়াশিংটন ডিসিতে হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে উইমেন্স মার্চ সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেন।

এদিকে, ওরেগনের পোর্টল্যান্ডে শুক্রবারই প্রথম ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়। সেখানে "ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করো", "ভয়কে শক্তিতে পরিণত করো" ইত্যাদি স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। 


বিক্ষোভের আয়োজক স্টিভ ক্যাপরি ডব্লিউপিএক্সআই টিভিকে বলেন, "ট্রাম্পের নীতিগুলো আমাদের স্বাধীনতা ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত হানছে।"

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অভিবাসন নীতি ও নারীদের প্রজনন অধিকার বিষয়ক কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের সমাজে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। 


ট্রাম্পের বিতর্কিত অবস্থানগুলো নিয়ে আগামীতেও আরও বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top