ব্যবসায়ীক কোন্দলে শাহজাহানকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

Seba Hot News : সেবা হট নিউজ
0

মাসুদুর রহমান: ব্যবসায়ী মো: শাহজাহানকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।  তিনি ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক ।

ব্যবসায়ীক কোন্দলে শাহজাহানকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ


জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের বাসিন্দা মো: শাহজাহান  ৷ তার বিরুদ্ধে মিথ‌্যা মামলা দায়ের হওয়ায় রবিবার (৩ নভেম্বর) চরম ক্ষোভ প্রকাশ করেছে   সি এন্ড এফ এর ব‌্যবসায়ীরা । সঠিক তদন্তের মাধ‌্যমে মামলা থেকে  তাকে অব‌্যাহতি দেওয়ার দাবী জানান ব‌্যবসায়ীরা।  

খোজ নিয়ে জানা গেছে, ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন । ১৯৯৪ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি এন্ড এফ এর ব্যবসা শুরু করেন  সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মো: শাহজাহান ।   ব্যবসা শুরুর পর থেকে আংশিক  কিছু ব্যবসায়ী তার সাথে শত্রুতা করতে থাকে। সিএনডিএফের নির্বাচনে এরপর নির্বাচনে কাস্টমস এজেন্ট এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই কয়েকজন ব্যবসায়ীদের সাথে তার দুরুত্ব সৃষ্টি হয়।  গত ২০২২ সালে ১৮ নভেম্বর সিরাজগঞ্জ কামারখন্দ থানায় আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি নেতা কর্মীদের নামে একটি মামলা দায়ের হলে সেখানে মো: শাহজানকে বিএনপির নেতা বানিয়ে ১৭ নাম্বার আসামী আসামী করা হয়।  সম্প্রতি তাকে আওয়ামীলীগ নেতা হিসেবে দাবী করে আশুলিয়া থানায় একটি মামলা আসামি করা হয়।  এরপর থেকেই ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে৷  

এদিকে সুলতান নামে এক ব্যবসায়ী জানান, শাহজাহানের সাথে কয়েকজন ব্যবসায়ীদের সাথে দুরত্ব আছে৷  তারা এর আগে সিরাজগঞ্জে শাজাহানের নামে বিএনপির নেতা বানিয়ে মামলা করিয়েছিল।  আর এখন এই সরকারের আমলে তারাই আ'লীগ নেতা বানিয়ে মিথ্যা মামলায় ফাসিয়ে দিয়েছে৷  আমরা সঠিক তদন্তের মাধ্যমে তাকে অব্যাহতি প্রদানের জন্য জোর দাবী জানাই ।  তিনি আরো জানান,  ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন।  শাহজাহান সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে কয়েকজন ব্যবসায়ী তার নামে অপপ্রচার চালাচ্ছে।  অপপ্রচারকারীরা এই পদটি ব্যবহার করে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে । 


এ দিকে বিমান বন্দর এলাকার বিএনপি নেতা জহুরুল জানান, শাহজাহান আওয়ামীলীগ আমলে একটি মিথ্যা মামলায় ফেসেছিল এটা আমরা শুনেছি।  তবে এই সময়ে আবারো মিথ্যা মামলার আসামী হয়েছে।  অব্যাহতির দাবী জানাই।  


এ বিষয়ে ব্যবসায়ী মোঃ শাহজাহান সাংবাদিকদের জানান,   আমি সম্পূর্ণ নিরপরাধ । আমাদের ব্যবসায়ী সিন্ডিকেট আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে । কিছু ব্যবসায়ী উঠে পড়ে লেগেছে আমার ক্ষতি করার জন্য।তিনি আরো বলেন, আমি যদি আওয়ামী লীগ করতাম  তাহলে ২০২২ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার মধ্যে আমার নামে বিএনপির নেতা হিসেবে কিভাবে মামলা হলো ।  এখন আবার আওয়ামীলীগ নেতা হিসেবে মামলা ।  

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top