শফিকুল ইসলাম: রৌমারীতে প্রতিপক্ষের গাছ কাটার অভিযোগ উঠেছে জিয়াউর রহমান ও তাঁর স্বজনদের বিরুদ্ধে।
এ ঘটনায় মতিয়ার রহমান নামের একজন বাদী হয়ে দশ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে ৪ নভেম্বর দুপুরের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হাজির হাট গ্রামে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতিয়ার রহমানের নিজ জমিতে ২০০৫ সালে বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছ রোপন করেন। প্রতিপক্ষের স্বজনরা ওই জমিতে রোপন করা ১৮টি ইউক্যালিপটাস গাছ কাটেন তারা । যার আনুমানিক মুল্য প্রয় ১ লক্ষ ৮০ হাজার টাকা। গাছ কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে মতিয়ার রহমানের ছেলে আশিকুজ্জামানকে প্রতিপক্ষরা ভয়ভীতিসহ নানা ধরনের হুমকি দিতে থাকে । পরে এলাকাবাসি পরিস্থিতি শান্ত করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী মতিয়ার রহমান পরের দিন ১০ জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জিয়াউর রহমান বলেন, গাছগুলো আমাদের তাই কর্তন করেছি। এতে কারও কোন সমস্যা হওয়ার কথা না।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. মামুনুর রশীদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।