সেবা ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার পরিবার সরকারি প্রকল্প থেকে শত শত কোটি টাকা পাচার করে বিদেশে পালিয়েছেন। বিএফআইইউ ও দুদকের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
বিপুল অর্থ পাচারের পর নিজেও পাচার হলেন বিদেশে |
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল এবং তার মেয়ে নাফিসা কামাল বিপুল সম্পদের মালিক হয়ে দেশ ছেড়েছেন।
সরকারি প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে, তাদের সম্পদের সাম্রাজ্য গড়ে উঠেছে সিঙ্গাপুর ও দুবাইয়ের মতো দেশে। দেশের গুরুত্বপূর্ণ অবস্থান ব্যবহার করে সরকারি আইনানুগ কোনো বাধা ছাড়াই তারা সম্পদ সঞ্চয় করেছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিএফআইইউ এর প্রতিবেদনে জানা যায়, জুলাইয়ের অভ্যুত্থানের পর তারা দেশ ছাড়েন এবং এর আগে নিজের ব্যাংক থেকে সম্পদের অধিকাংশ অংশ তুলে নেন। ২২ আগস্টে লোটাস কামাল ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়।
সূত্রের তথ্যে দেখা গেছে, লোটাস কামাল ও তার পরিবার ব্যাংক থেকে প্রায় ৬৫০ কোটি টাকা তুলে নিয়েছেন, যার বেশিরভাগই পাচার করেছেন। তাদের বিভিন্ন বিনিয়োগের মধ্যে রয়েছে শেয়ারবাজার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ঢাকায় বিপুল সম্পত্তি।
এছাড়া কামালের সম্পত্তির সাম্রাজ্য গড়ে উঠেছে যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া ও অন্যান্য দেশে।
শেয়ারবাজার কেলেঙ্কারি ও শ্রমবাজারের সিন্ডিকেটে লিপ্ত থাকার পাশাপাশি তিনি নানা প্রকল্পে ভুয়া কার্যকলাপের মাধ্যমে আর্থিক দুর্নীতি করেছেন।
কুমিল্লা জেলা অন্তর্ভুক্তি শর্তে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের জমি অধিগ্রহণসহ বিভিন্ন কাজে কামালের সিন্ডিকেট মোটা অঙ্কের কমিশন নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় কৃষক সমবায় ঐক্য পরিষদের সভাপতির দায়েরকৃত মামলাও আদালতে চলছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।