সেবা ডেস্ক: আদানি পাওয়ারের কাছে বাংলাদেশ সরকারের বকেয়া বিল পরিশোধে সংকট তৈরি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়েছে কোম্পানিটি। দেশের বিদ্যুৎ সংকট সমাধানে চুক্তি পর্যালোচনার প্রস্তাব।
আদানির পাওনা বকেয়া নিয়ে সরবরাহ কমলো বিদ্যুৎ: সংকট বাড়তে পারে |
ভারতের আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশে’র বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে ৮৪ কোটি ৬০ লাখ ডলার পাওনা দাবি করে এবং বকেয়া বিল পরিশোধ না হওয়া’য় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছে। ফলে জাতীয় গ্রিডে মাত্র ৭০ মেগাওয়াট বিদ্যুৎ যোগান দেওয়া হ’চ্ছে। পিডিবির কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা সংকটে’র কারণে ব্যাংক থেকে ডলার ঋণ সংগ্রহ করে বিল পরিশোধ কঠিন হয়ে পড়েছে।
এছাড়া, দেশের অন্যান্য কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, যেমন মাতারবাড়ী, রামপাল ও বাঁশখালী, ইত্যাদিতেও উৎপাদন কমেছে। ফলে বৃহস্পতিবার রা’ত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং বেড়েছে। এদিকে, আদানি তা’র সরবরাহ কমানো হলেও বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ যথেষ্ট রয়েছে, তবে কিছু স্থানে লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর মতে, আদানি’র বর্ধিত দাম চুক্তি বাতিল বা পর্যালোচনা করা উচিত।
বিশেষজ্ঞ’রা বলছেন, দেশের স্বার্থে চুক্তির শর্তাবলী সংশোধন করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা প্রয়োজন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।