সেবা ডেস্ক: ঢাকা-ভাঙ্গা মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হন নায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন।
নায়িকা পরীমণির স্বামী ইসমাইল ট্রাক দুর্ঘটনায় নিহত |
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচর পাচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউপির ছোট শৌলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।
ইসমাইলের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুইজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। ইসমাইলের বন্ধু মনিরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়, এবং সেখানে তার একটি পা কেটে ফেলতে হয়।
শুক্রবার রাতেই ইসমাইলের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইসমাইল ছিলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী। তবে তাদের দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি। পরীমণি বর্তমানে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে পরিচিত।
এই দুর্ঘটনা সড়ক নিরাপত্তার প্রয়োজনীয়তার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। দ্রুতগামী যানবাহনের বেপরোয়া চালনা এবং সড়কে ট্রাফিক নিয়মের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।