সেবা ডেস্ক: মডেল থেকে অভিনেত্রী হওয়া অলংকার চৌধুরী তার ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু কু-প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু শিল্পের প্রতি সম্মান রেখে তিনি এসব প্রস্তাব থেকে দূরে থেকেছেন
অভিনেত্রী অলংকার চৌধুরীর কু-প্রস্তাবের অভিজ্ঞতা ও তার প্রতিবাদ |
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে বর্তমানে অভিনয়ে জনপ্রিয় মুখ অলংকার চৌধুরী। সময়ের সাথে অনেক প্রস্তাব পেলেও তিনি বেছে বেছে তার পছন্দসই কাজগুলোই করছেন।
তবে, শুরুতে বেশ কিছু কু-প্রস্তাব পেয়েছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের এই অভিজ্ঞতার কথা অকপটে শেয়ার করেছেন তিনি।
- নাদিয়া আলি: ধর্ম ও পেশার দ্বন্দ্বে আলোচিত পাকিস্তানি পর্নস্টার
- মিয়া খলিফা মুখ খুললেন আলভারেজের প্রেমের গুঞ্জনে
- জেনা করা পাপ, তবে পর্ন সিনেমায় নয়, পাকিস্তানি পর্নস্টার নাদিয়া আলী
- চুক্তিপত্রে কম্প্রোমাইজের কথা লেখা ছিল: মুমতাজ সরকার
- যে কারনে সবচেয়ে বেশি ডাউনলোড হয় এই নারীর ছবি?
- যে কারণে পেশা বদল করেছেন পর্ণ তারকা মিয়া খলিফা
‘ফ্ল্যাশ টক’ নামের এক অনুষ্ঠানের উপস্থাপক তাকে প্রশ্ন করেন, অভিনেত্রী হিসেবে কাজ করতে গিয়ে তিনি কোনো কু-প্রস্তাবের সম্মুখীন হয়েছেন কিনা।
জবাবে অলংকার বলেন, “আমি যেহেতু মেয়ে, তাই প্রতিটি সেক্টরেই মেয়েদের এই ধরনের প্রতিবন্ধকতা থাকে। আমার ক্যারিয়ার যখন প্রথম শুরু হয় ২০২০ সালে, তখনই কিছু কু-প্রস্তাব পেয়েছি।”
এই প্রস্তাবগুলো কারা দিত জানতে চাইলে অলংকার বলেন, কিছু কিছু ডিরেক্টর আছেন যারা শিল্পকে গুরুত্ব দেন না, বরং টাকার পেছনে ছুটেন। তাদের এই অর্থলালসার কারণেই তাদের মনোযোগ শিল্পের পরিবর্তে বাণিজ্যিক স্বার্থে কেন্দ্রীভূত হয়।
তিনি বলেন, “শিল্প তো পবিত্র একটা জিনিস। শিল্প আসে মন থেকে, আর টাকা আসে ব্রেন থেকে। কিছু ডিরেক্টর এই টাকার পেছনে ছুটে শিল্পের প্রতি সম্মান হারান।”
তিনি আরো বলেন, এমন ডিরেক্টরদের প্রস্তাব গ্রহণ করলে শিল্পী হিসেবে সম্মানহানি ঘটে এবং এক পর্যায়ে সেই নামটি বাজে একটি ক্যাটাগরিতে চলে যায়।
তাই তিনি এসব কু-প্রস্তাবকে উপেক্ষা করে নিজের পথ ধরে এগিয়ে গেছেন এবং এখন নিজেকে সেই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি থেকে দূরে রেখেছেন।
এ বিষয়ে তিনি আরো বলেন, “আমি কারো নাম বলবো না, কারণ সবাই জানেন যে এসব প্রস্তাব কারা দিতে পারে এবং কী উদ্দেশ্যে দিতে পারে।
তবে, আমি সবসময় শিল্পের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাই।”
অলংকার চৌধুরীর এই বক্তব্য অনেককে ভেবে দেখতে বাধ্য করেছে যে, বিনোদন জগতের অসৎ প্রস্তাব ও বাণিজ্যিক মনোভাব নিয়ে কথা বলা কেনো এত জরুরি।
অভিনেত্রী হিসেবে তিনি শিল্পকে সম্মান দিয়ে তার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় জানিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।