সেবা ডেস্ক: ৪৩ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিলকে সফল করা, আল্লাহর জমীনে আল্লাহর বিধান বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে সমন্বিতভাবে সাংগঠনিক কার্যক্রম মজবুতকরণের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর ২০২৪) বাদ এশা কামরাঙ্গীরচরস্থ মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় খেলাফত আন্দোলনের সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দের অংশগ্রহণে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
যৌথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, যুব আন্দোলনের সভাপতি মাওলানা ক্বারী সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী আল-আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতী আমানুল্লাহ বসন্তপুরী, যুব আন্দোলন ঢাকা মহানগর সভাপতি মুফতী আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ আল আমীন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম আকন্দ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, ছাত্র আন্দোলন মহানগর অর্থ সম্পাদক মুহাম্মাদ সাদ, প্রচার সম্পাদক আব্দুল কাদির জিলানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কাজে নবজাগরণ তৈরি হয়েছে। মাঠপর্যায়ে এই ধারা অব্যাহত রাখতে পারলে একসময় হাফেজ্জী হুজুর রহ. এর রেখে যাওয়া এই সংগঠনের হাত ধরে একসময় বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। তিনি উপস্থিত নেতাকর্মীদেরকে আগামী ২৯ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে নিজ নিজ আওতাধীন এলাকায় জোরদার প্রচারণা চালানোর আহবান জানান।
সভায় আগামী ডিসেম্বর মাসকে সদস্য সংগ্রহ অভিযান বা দাওয়াতী মাসের কর্মসূচীর জন্য কেন্দ্রীয় কাউন্সিল থেকে ঘোষণা প্রদান, কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন পেশাজীবিদের সাথে মতবিনিময়সহ জাতীয় ও সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত মতামত দেন উপস্থিত নেতৃবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।