ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ১২০৯

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু ও ১২০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজারের বেশি।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ১২০৯
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২০৯ জন


ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ২০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত রয়েছেন ৪০৬ জন এবং বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলের। 

এদিকে একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১০৮ জন।

চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯ হাজার ৪৫৬ জন। 

এর মধ্যে ৬৪ হাজার ৭৯৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন এবং ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছিল, যেখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়ানো জরুরি। এছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে বলা হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top