সেবা ডেস্ক: ভয়েস অব আমেরিকার জরিপে উঠে এসেছে, ৬১.১ শতাংশ মানুষ এক বছরের মধ্যে নির্বাচন চান। ৬৫.৯ শতাংশ চান অন্তর্বর্তী সরকারের সব সংস্কার শেষে নির্বাচন।
এক বছরের মধ্যেই নির্বাচন চান ৬১.১ শতাংশ মানুষ |
বাংলাদেশের ৬১.১ শতাংশ মানুষ মনে করেন, আগামী জাতীয় নির্বাচন এক বছরের মধ্যেই হওয়া উচিত। এদিকে, ৬৫.৯ শতাংশ মানুষ বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব সংস্কার সম্পন্ন করার পরই নির্বাচন আয়োজন করা উচিত। এসব তথ্য উঠে এসেছে ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে পরিচালিত সাম্প্রতিক এক জরিপে।
এই জরিপটি পরিচালিত হয় ১৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত। ৮টি বিভাগ থেকে ১৮ বছর বা তার বেশি বয়সের ১ হাজার জন অংশগ্রহণকারী টেলিফোন সাক্ষাৎকারে তাদের মতামত দেন। জরিপে ব্যবহৃত পদ্ধতি ছিল র্যান্ডম ডিজিটাল ডায়ালিং এবং এর স্যাম্পলিং পদ্ধতি ছিল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং (এসআরএস)। জরিপটি পরিচালনা করে ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড।
মার্জিন অব এরর ছিল ৩.১ শতাংশ। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শহরের ৬০.৪ শতাংশ এবং গ্রামের ৬১.৪ শতাংশই এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন চান।
নারী ও তরুণদের মতামত
নারীদের মধ্যে ৬৫ শতাংশ এবং পুরুষদের ৫৭.৩ শতাংশ এক বছরের মধ্যে নির্বাচন চেয়েছেন। তরুণদের মধ্যে (১৮-৩৪ বছর) ৬২.৪ শতাংশ এবং ৩৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ৫৯.৮ শতাংশ এক বছরের মধ্যে নির্বাচন চান।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৫.৯ শতাংশ মনে করেন, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নির্বাচন আয়োজনের আগে বিচার বিভাগ, সংবিধান, অর্থনীতি, পুলিশ, এবং নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ খাতে সংস্কার প্রয়োজন।
- নির্বাচন কমিশনের সংস্কারের পক্ষে মত দিয়েছেন ৯৬.৫ শতাংশ।
- অর্থনৈতিক খাত সংস্কারের পক্ষে ৯৬.৪ শতাংশ।
- বিচার বিভাগ সংস্কার চেয়েছেন ৯৫.৩ শতাংশ।
- সংবিধান ও পুলিশ সংস্কারের পক্ষে রয়েছেন যথাক্রমে ৯২.৫ ও ৯২.৩ শতাংশ মানুষ।
অন্তর্বর্তী সরকার বনাম আওয়ামী লীগ সরকার
জরিপে অংশগ্রহণকারীদের ৫৮.৪ শতাংশ বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তুলনায় দেশ পরিচালনায় ভালো করছে।
- ২০.৪ শতাংশ মনে করেন, অন্তর্বর্তী সরকার আগের চেয়ে খারাপ করছে।
- ২০.১ শতাংশ মনে করেন, দেশ পরিচালনায় কোনো পরিবর্তন হয়নি।
জনমতের বৈচিত্র্য
- দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন চান শহরের ১৮.৯ শতাংশ ও গ্রামের ১৮.৬ শতাংশ মানুষ।
- ১৮ মাসের মধ্যে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন শহরের ১০.৩ শতাংশ ও গ্রামের ৮ শতাংশ।
- চার বছর বা তার বেশি সময় পর নির্বাচন করার পক্ষে আছেন মাত্র ৬ শতাংশ মানুষ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।