সেবা ডেস্ক: জামালপুরের চরাঞ্চলে ২০ হাজার একর জমিতে সোলার পার্ক প্রকল্প, যা ৬০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করবে।
জামালপুরে ২০ হাজার একর জমিতে ৬০০০ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্প |
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জে প্রায় ২০ হাজার একর চরাঞ্চলে গড়ে তোলা হচ্ছে সোলার পার্ক। জামালপুরে প্রস্তাবিত এ প্রকল্প থেকে উৎপাদিত ৬০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের সূত্রমতে, এই প্রকল্পটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আগে সোলার হাব করার পরিকল্পনা থাকলেও এবার সরাসরি সোলার পার্ক তৈরি করা হচ্ছে, যা একটি বৃহৎ ফিজিবিলিটি স্টাডির ইতিবাচক প্রতিবেদন এর ভিত্তিতে শুরু হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, চরাঞ্চলের ২০ হাজার একর জমি ব্যবহার করে বিশ্বব্যাংকের অর্থায়নে ফ্লোটিং সোলার প্রকল্প নির্মাণ করা হবে। বিদ্যুতের মূল্য হ্রাস এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার প্রতিযোগিতামূলক দরপত্রের ভিত্তিতে কোম্পানিগুলোকে আহ্বান করবে।
এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জামালপুরে একাধিক সৌরবিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হলেও, দায়মুক্তি আইনের আওতায় প্রতিযোগিতামূলক দরপত্র ব্যতিরেকে চুক্তি হওয়ার কারণে এসব প্রকল্প বাতিল করা হয়েছিল। নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি নতুন প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্রে সর্বনিম্ন দরদাতাকে চুক্তি দেওয়া হবে।
ফাওজুল কবির খান আরও জানান, দেশে সোলার প্যানেলের মূল্য কমে যাওয়ার কারণে নির্মাণ ব্যয় হ্রাসের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে। তিনি বলেন, "প্রতিটি প্রকল্পে আমাদের লক্ষ্য থাকবে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি জমি ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করা।"
বিদ্যুৎ বিভাগের পরিকল্পনায় জামালপুর ছাড়াও নীলফামারী, সৈয়দপুর, পাবনা, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ৫০ মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবনা রয়েছে। সব ঠিক থাকলে আগামী বছর থেকে এ প্রকল্পগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।