মিরপুরে মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেফতার: পুলিশি অভিযান

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেফতার। সিসিটিভি ফুটেজ ও তদন্তের ভিত্তিতে গ্রেফতার কার্যকর।

মিরপুরে মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেফতার: পুলিশি অভিযান


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজধানীর মিরপুরে মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পল্লবী থানার ৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী বাবলী বেগম, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি, সাংগঠনিক সম্পাদক রিতা আক্তার, সহ-সভাপতি নাজমা আক্তার সাথী এবং সহ-সাংগঠনিক সম্পাদক খাদিজা বেগম।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৪ আগস্ট মিরপুর-১০ নম্বরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেওয়া মো. আবিদকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। হামলায় আবিদের ডান চোখে গুলি লাগে, যা তার দৃষ্টিশক্তির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।


এ ঘটনার পর আবিদের ভাই জিন্নাত সাঈদী পল্লবী থানায় মামলা করেন। মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ৫ নেত্রীকে শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।


গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে আদালতে তাদের বিরুদ্ধে করা অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পেশ করা হয়েছে।


এই ঘটনায় মিরপুর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ সুষ্ঠু বিচার এবং হামলার সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top