২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ: জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ৭ ফেব্রুয়ারি। ইজতেমার সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বিষয়েও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি
বিশ্ব ইজতেমা ২০২৫: তারিখ ও প্রস্তুতি


টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমা ২০২৫ সালের প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি থেকে এবং চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। 

এ তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং সার্বিক কার্যক্রম নিয়ে প্রস্তুতির লক্ষ্যে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তাবলীগ জামায়াতের আলেমদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং প্রয়োজনে তাদের সঙ্গে পুনরায় আলোচনা করা হবে। 

তিনি বলেন, "আমরা আলেমদের মধ্যে কোনো বিভেদ চাই না। একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চাই।" সভায় উপস্থিত কর্মকর্তারা ইজতেমার বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনায় অংশ নেন।

এছাড়া, বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, মাঠ হস্তান্তর, মাঠ প্রস্তুতি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। 

বিদেশি মেহমানদের ভিসা প্রদান, ভিভিআইপিদের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ, ইজতেমা মাঠে বিদ্যুৎ ও পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, মুসল্লিদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও বাস সার্ভিস এবং ভাসমান ব্রিজ নির্মাণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

জরুরি দুর্যোগ প্রতিরোধ, প্রাথমিক ও জরুরি চিকিৎসা, স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ মনিটরিং, অশ্লীল পোস্টার অপসারণ, যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণ এবং আখেরী মোনাজাতের দিন যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। 

এই সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




সূত্র: বাসস /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top