সেবা ডেস্ক: নাফ নদে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে অপহৃত হয়েছেন ২০ বাংলাদেশি জেলে। সীমান্তে গৃহযুদ্ধের কারণে টেকনাফে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাফ নদে ২০ বাংলাদেশি জেলে অপহৃত: আতঙ্কিত সীমান্তবাসী |
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি জেলেরা আরাকান আর্মির হাতে অপহৃত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংদিয়ার কাছে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন বৈদ্যপাড়া থেকে ২০ জন জেলেকে ১৫টি নৌকাসহ ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলারযোগে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যান।
সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, অপহৃত জেলেরা শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া ও ক্যাম্পপাড়া এলাকার বাসিন্দা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছে। শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল গণি জানান, এর আগেও গত ৮ অক্টোবর আরাকান আর্মি পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গিয়েছিল, যাদের পরবর্তীতে বিজিবির তৎপরতায় ফিরিয়ে দেওয়া হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, ঘটনাটি স্থানীয় প্রতিনিধিরা অবহিত করেছেন, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, জেলেদের পরিবারের কাছ থেকে ঘটনাটি জানতে পেরেছেন এবং মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।
এদিকে, মিয়ানমারে গৃহযুদ্ধের তীব্রতা আবারও বেড়ে গেছে। সীমান্তে গোলাগুলি ও মর্টার শেলের বিকট শব্দ শোনা যাচ্ছে, যা টেকনাফের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন বলেন, “সোমবার রাত থেকে গোলাগুলির শব্দ ও বিস্ফোরণের কারণে শিশুরা ভয় পাচ্ছে। এমন পরিস্থিতি থেকে মুক্তির আশা করছি।”
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।