সেবা ডেস্ক: নামাজের ফরজ বা ওয়াজিব ভুল হলে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা। ইচ্ছাকৃত ভুলে নামাজ শুদ্ধ হবে কিনা, জানু’ন।
নামাজের ওয়াজিব ও ফরজ: ভুল হলে করণীয় এবং ইচ্ছাকৃত ছেড়ে দিলে পরিণাম |
নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ এবং তা প্রতিটি প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কে’র মুসলিমের জন্য ফরজ বা অবশ্যই পালনীয়। নামাজের ভেতরের ফরজ ও ওয়াজিব কাজ’গুলো ঠিকঠাক পালন করা অত্যন্ত গুরুত্ব’পূর্ণ, কারণ এগুলো ছাড়াই নামাজ শুদ্ধভাবে আদায় হয় না। ইচ্ছাকৃত ফরজ ছেড়ে দিলে নামাজ বাতিল হয় এবং পুনরায় নামাজ পড়তে হয়। অপর’দিকে, ওয়াজিব ভুলে ছেড়ে দিলে সাহু সিজদা দ্বারা সংশোধন সম্ভব।
নামাজে উল্লেখিত ৬টি ফরজ কাজ যথা তাকবিরে তাহরিমা, কিয়াম, কেরাত, রুকু, সিজদা, এবং শেষ বৈঠক; যদি কেউ ভুলে বা ইচ্ছাকৃত’ভাবে এসব ছেড়ে দেন, তবে নামাজ হবে না। সাহু সিজদা করলেও এই নামাজ শুদ্ধ হবে না এবং তাকে পুনরায় নামাজ পড়তে হবে। অন্য’দিকে, নামাজে ভুলে কোনো ওয়াজিব ছেড়ে দিলে সাহু সিজদা করতে হয়।
নামাজের ১৪টি ওয়াজিব
১. প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া। ২. সূরা ফাতিহার পর অন্যা’ন্য সূরা মিলানো। ৩. ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কেরাত পড়া। ৪. কেরাত, রুকু ও সিজদার মধ্যে ক্রমধারা বজায় রাখা। ৫. রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো (কাওমা)। ৬. দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা (জলসা)। ৭. রুকু, সিজদা, কাওমা ও জল’সায় ১ তাসবিহ পরিমাণ স্থির থাকা (তাদিলে আরকান)। ৮. দুই বা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম দুই রাকাত শেষে বৈঠক করা (কাদায়ে উলা)। ৯. প্রথম ও শেষ বৈঠকে তাশাহহুদ পড়া। ১০. ইমামের জন্য নির্দিষ্ট নামাজে উচ্চৈস্বরে এবং একাকি নামাজে’র ক্ষেত্রে অনুচ্চস্বরে কেরাত পড়া। ১১. নামাজ শেষে সালাম ফেরানো। ১২. বেতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া এবং অতিরিক্ত তাকবির বলা। ১৩. ঈদের নামাজে ৬ তাকবির বলা। ১৪. প্রত্যেক রাকাতের ফরজ ও ওয়াজিবগুলোর ক্রমধারা ঠিক রাখা।
ওয়াজিব ভুলে ছেড়ে দিলে করণীয়
নামাজে কেউ যদি ভুলে কোনো ওয়াজিব ছেড়ে দেন, তাহলে নামাজ শেষে সাহু সিজদা করতে হবে। নামাজে ভুলে সিজদা সাহু করতে’ও যদি কেউ ভুলে যান এবং সেই নামাজের সময় থাকলে, তবে ওই নামাজ পুনরায় পড়ে নেওয়া ওয়াজিব। তবে ওয়াক্ত চলে গেলে পুনরা’য় নামাজ পড়া মুস্তাহাব।
ইচ্ছাকৃত ওয়াজিব ছেড়ে দিলে করণীয়
যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব ছেড়ে দেন, তাহলে ওই নামাজ পুনরা’য় আদায় করাও ওয়াজিব। তবে পুনরা’য় আদায় না করলে নামাজ হয়ে গেলেও তিনি গুনাহ’গার হবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।