সেবা ডেস্ক: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় বকশীগঞ্জ উপজেলায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি’র নেতাকর্মীরা।
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।
আজ বুধবার রাতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ মিলে এই পরিদর্শন করেন। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপগুলো পরিদর্শন করে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং দুর্গাপূজা উৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শুভকামনা জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।