সেবা ডেস্ক: পাকিস্তানি মডেল রোমা মাইকেল সাহসী পোশাকে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় হাঁটার পর সোশ্যাল মিডিয়া’য় ভাইরাল হয়ে সমালোচিত হচ্ছেন।
খোলামেলা পোশাকে মার্জার সরণীতে আসতেই ভাইরাল পাক মডেল রোমা মাইকেল |
রোমা মাইকেল, পাকিস্তানের লাহোরে’র বাসিন্দা, একাধিক পাকিস্তানি ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতা’য় সাঁতারের পোশাকে মার্জার সরণীতে হাঁটার ভিডিও শেয়ার করে ভাইরাল হন তিনি। ভিডিও’তে রোমার সাহসী মডেলিং দেখে একদিকে যেমন অনেকেই প্রশংসা করেছেন, অন্যদিকে পাকিস্তানে’র রক্ষণশীল সমাজ থেকে এসেছে ব্যাপক সমালোচনা।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া’য় প্রকাশিত হওয়ার পর, পাকিস্তানের নেটিজেনরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটুক্তি ও সমালোচনা শুরু করেন। অনেকে’ই মনে করেন, পাকিস্তানের মতো রক্ষণশীল দেশ থেকে আসা মডেলের এমন সাহসী পদ’ক্ষেপ বেশ অস্বাভাবিক। হিজাব না পরে কেন তিনি এমন পোশাকে হাঁটলেন, সে প্রশ্নও তুলেছেন অনেকে। তবে এরই মাঝে অনেকে রোমার সাহসিকতা ও নারী স্বাধীনতার প্রতীক হিসেবে তাঁর এই পদক্ষেপকে উদযাপ’ন করেছেন।
রোমা মাইকেলের ক্যারিয়ার ও কাজ: ২০১৩ সালে মডেলিংয়ে যাত্রা শুরু করে ধীরে ধীরে তিনি পাকিস্তানে’র একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হয়ে ওঠেন। ‘তু জিন্দেগি হ্যায়’, ‘দিল্লি গেট’, ‘পেয়ারি নিম্মো’সহ বেশ কয়েক’টি জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়। পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছে’ন। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করা রোমা বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়, তাঁর ইনস্টাগ্রামে ফলোয়া’র সংখ্যা ৭৭ হাজারের’ও বেশি।
রোমা মাইকেল দক্ষিণ এশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলরেট ডিগ্রি করেছেন। প্রতিযোগিতা’টি অনুষ্ঠিত হয়ে’ছিল থাইল্যান্ডে, এবং সেখান থেকেই তাঁর ভিডিও ভাইরাল হয়। পাকিস্তানের নারী স্বাধীনতা নিয়ে বিতর্ক নতুন করে জ্বলে ওঠে। রোমা জানিয়েছে’ন, এই সমালোচনাগুলো তাঁর আত্মবিশ্বাসে কোনো প্রভাব ফেলে না। তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রি’তে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং নারীর সাহসিকতা’র প্রতীক হতে চান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।