ভিনিসিয়ুস ব্যালন ডি’অর বঞ্চিত: রিয়াল মাদ্রিদের ক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়ায় ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা। ফুটবল রাজনীতি নিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানুন।

ভিনিসিয়ুস ব্যালন ডি’অর বঞ্চিত রিয়াল মাদ্রিদের ক্ষোভ
ভিনিসিয়ুস ফুটবল রাজনীতির শিকার: রিয়াল মাদ্রিদে ক্ষোভের ঝড়


রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানের আগে থেকেই জানতো, তাঁদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র এই বছরের পুরস্কারটি পাচ্ছেন না। এটা কিছুতেই মেনে নিতে পারেনি ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে সফল দলটি। তাই প্যারিসের থিয়েটার দু শাতলেতে অনুষ্ঠানের ঠিক আগে রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নেয় অনুষ্ঠানটি বয়কট করার।

ভিনিসিয়ুস ব্যালন ডি’অর জিততে পারেননি, এই বিষয়টি রিয়ালের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের জন্য খুবই হতাশার। রিয়ালের প্রাক্তন খেলোয়াড় করিম বেনজেমা এবং টনি ক্রুস ভিনির প্রতি সমর্থন জানিয়ে তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। বেনজেমা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনিসিয়ুসের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ট্রপ ফোর্ট’ যার অর্থ, ‘শক্ত থাকো’। অন্যদিকে ক্রুস একটি ছবিতে ‘দ্য বেস্ট’ লিখে বুঝিয়েছেন, তাঁর কাছে ভিনিসিয়ুসই এই সময়ের সেরা

রিয়ালের বর্তমান খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গা এ ব্যাপারটি নিয়ে ফুটবলকে রাজনীতি হিসেবে অভিহিত করেছেন। তিনি এক্সে ভিনিসিয়ুসের সাথে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভাই আমার, তুমি বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোনো পুরস্কারই তা বদলাতে পারে না।' এই বার্তার ওপর ‘ফুটবল রাজনীতি’ লিখে পাশে ক্রস চিহ্ন দিয়ে তিনি তাঁর প্রতিবাদ জানিয়েছেন।

এছাড়া, ভিনিসিয়ুসের বর্তমান সতীর্থরা যেমন আরদা গুলের, ফেদেরিকো ভালভের্দে, এদের মিলিতাও, আন্দ্রি লুনিন, এবং অরেলিয়াঁ চুয়ামেনিও তাঁর পাশে রয়েছেন। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি, যিনি এবছর সেরা কোচের পুরস্কার পেয়েছেন, তিনিও প্রকাশ্যে ভিনিসিয়ুসের প্রতি সমর্থন জানিয়েছেন। আনচেলত্তির মতে, এই সময়ে ভিনিসিয়ুসের মতো ফুটবলারদের শুধু প্রতিভা নয়, তাঁদের আন্তর্জাতিক ফুটবলে স্থিতিশীলতা এবং সাফল্যের ধারাবাহিকতাও পুরস্কৃত হওয়া উচিত

এই প্রতিক্রিয়া ফুটবল জগতে নানা মতামত জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব ফুটবল পুরস্কারের উপর নেতিবাচক প্রভাব ফেলছে, যা প্রকৃত খেলোয়াড়দের অবমূল্যায়ন করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top