মেলান্দহ সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ উপজেলা'র ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব খলিলুর রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২ অক্টোবর বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মেলান্দহ শাখার সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এসএম আলমগীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিদায়ী সচিব খলিলুর রহমান,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পরিষদ জামালপুর জেলা কমিটির রফিকুল ইসলাম তালুকদার, সাধারন সম্পাদক আবু তালেব, নাংলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বায়জিদ বোস্তামি, শ্যামপুর ইউনিয়নের সচিব শামসূল আলম প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।