জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে রাজনৈতিক মামলায় আ’লীগের আরো দুইজনকে গ্রেপ্তার করেছে।
আটককৃতরা হলো উপজেলা কৃষক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম মিল্লাত এবং পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। ৬ অক্টোবর দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।
মামলার আইও এসআই মাসুদ রানা জানিয়েছেন-ডিবির সহায়তায় তাদেরকে আটকের পরদিন ৭ অক্টোবর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে মোট ৫জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর উপজেলা কৃষক দলের সহসভাপতি আব্দুল মান্নান বাদি হয়ে আ’লীগ ও অঙ্গ সংগঠনের আড়াইশতাধিক নেতা-কর্মীদের নামে নাশকতার মামলা (নং-২) দায়ের করেন।
ওই রাতেই চরবানিপাকুরিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি তারা আকন্দ, নয়ানগর ইউনিয়ন আ’লীগের সদস্য সরোয়ার জাহান বাবু এবং উপজেলা ছাত্র লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলে রাব্বিকে আটক শেষে আদালতে পাঠানো হয়েছে।
অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান-৮ অক্টোবর জামালপুর আদালতে মামলার শোনানি আছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ড চাওয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।