সেবা ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে রাষ্ট্রপতি পদ ছাড়ার বিষয়ে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম দুইদিন সময় বেঁধে দিয়ে জানান, শিগগিরই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে।
রাষ্ট্রপতি পদ ছাড়ার প্রক্রিয়া: দুইদিনের সময় বেঁধে দিলেন ছাত্রনেতারা |
চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে মঙ্গলবার রাতে বঙ্গভবনের সামনে আন্দোলনকারীদের আশ্বাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম। তারা জানান, চলতি সপ্তাহেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে মো. সাহাবুদ্দিনকে পদচ্যুত করা হবে। তবে তাৎক্ষণিক পদত্যাগের ক্ষেত্রে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে পারে, যা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেন তারা।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সেনাপ্রধান দেশে ফেরার পর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। ফ্যাসিস্ট শক্তি যেন আন্দোলনের সুযোগ নিতে না পারে, সে জন্যই পদত্যাগের প্রক্রিয়ায় সময় নেওয়া হচ্ছে।
সারজিস আলম বলেন, তাৎক্ষণিক পদত্যাগের দাবি পূরণ করতে গেলে রাষ্ট্রের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এজন্য দুইদিনের সময় দিয়ে যৌক্তিক উপায়ে রাষ্ট্রপতি পদ ছাড়ার ব্যবস্থা করা হবে। তারা আন্দোলনকারীদের ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানান।
মঙ্গলবার বিকেল থেকে বঙ্গভবনের সামনে চলা এই আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের শান্ত থাকতে এবং সরকারের পক্ষ থেকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের আশ্বাসের জন্য অপেক্ষা করতে বলেন ছাত্রনেতারা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।