সেবা ডেস্ক: সেনাপ্রধান জেনারেল ওকার-উজ-জামান দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন এবং সকল ধর্মের মানুষের সহাবস্থানের ঐতিহ্য ধরে রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত: সেনাপ্রধানের আশ্বাস |
সেনাবাহিনী প্রধান জেনারেল ওকার-উজ-জামান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন। শুক্রবার বিকেলে রমনা কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, "সব ধর্মের মানুষের সহাবস্থান ও সহমর্মিতা এই দেশের ঐতিহ্য, যা অতীতেও ছিল এবং ভবিষ্যতেও বজায় থাকবে।"
সেনাপ্রধান বলেন, "আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। সবকিছু নিরাপদে করতে পারবেন। এই দেশে শতাব্দীর পর শতাব্দী আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করছি, এটা আমাদের সহাবস্থান। আমাদের মাঝে যে সহমর্মিতা ছিল, তা ভবিষ্যতেও থাকবে।"
তিনি আরো বলেন, "শারদীয় দুর্গোৎসব পালনকারীদের জন্য আমার শুভেচ্ছা। সারাদেশে যে যেখানে আছেন, সবার জন্যই থাকবে আমার শুভেচ্ছা।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।