সেবা ডেস্ক: বাংলাদেশে কাল থেকে ৪ লাখ টাকা থেকে শুরু করে রয়্যাল এনফিল্ডের প্রি-বুকিং। ইফাদ মোটরস হান্টার, বুলেট, ক্লাসিক, ও মিটিয়র মডেল বাজারে এনেছে।
অনুমোদনের এক বছর পর বাংলাদেশের বাজারে অবশেষে এসেছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। ইফাদ মোটরস ৩৫০ সিসির এই আইকনিক মোটরসাইকেলগুলো বাজারে নিয়ে আসছে।
রয়্যাল এনফিল্ড বুলেট |
২১ অক্টোবর রয়্যাল এনফিল্ডের হান্টার, বুলেট, ক্লাসিক, ও মিটিয়র মডেলগুলো অনলাইনে লঞ্চ করা হয়েছে এবং কাল থেকে প্রি-বুকিং শুরু হবে।
মডেলগুলোর মধ্যে হান্টার ৩৫০-এর দাম হবে প্রায় ৪ লাখ টাকা।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক |
ইফাদ মোটরস ইতিমধ্যেই কুমিল্লার চৌদ্দগ্রামে তাদের মোটরসাইকেল উৎপাদন কারখানা স্থাপন করেছে। এই মডেলগুলোতে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেমসহ সিঙ্গেল-সিলিন্ডার 'জে' সিরিজের ইঞ্জিন থাকবে।
রয়্যাল এনফিল্ড মিটিয়র |
বাংলাদেশে ২০২৩ সালে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল উৎপাদনের অনুমোদন পাওয়ার পর রয়্যাল এনফিল্ডসহ উচ্চক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলগুলো দেশে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।