জামালপুর সংবাদদাতা: রিক্সাচালক মোঃ ফজলুর (৪৪) হার্ডের দু’টি বাল্ব নষ্ট হয়ে গেছে। অর্থের অভাবে সে চিকিৎসা নিতে পারছে না। ফজলু জামালপুরের মেলান্দহ উপজেলার মামাভাগিনা গ্রামের ছৈয়দ আলী মন্ডলের ছেলে।
ফজলুর দু’সন্তানের লেখাপড়ার খরচ যোগান, সংসার চালানো কঠিন। তার মধ্যে আবার চিকিৎসার অর্থ যোগান অসাধ্য হয়ে পড়েছে। উপার্জন করার মতো কেও নেই। একমাত্র উপার্জন ব্যক্তি ছিলো ফজলু। বসত ভিটার ২ শতাংশ জমি ছাড়া অন্য কোন অবলম্বনও নাই তার।
একমাত্র বাড়ির ভিটা বিক্রি করে চিকিৎসা করলেও; সন্তানরা কোথায় থাকবে? সে চিন্তাও করছে। গ্রামের মানুষের কাছে হাত বাড়িয়ে চলতে হচ্ছে তাকে। নিজের জমানো অর্থ ব্যায়ের পর এখন সে নি:স্ব। চিকিৎসার জন্য এক/দেড় বছরে প্রায় ৩ লাখ টাকা ঋৃণগ্রস্থ হয়ে পড়েছে।
সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মোঃ শাহাদাত হোসেন তুহিনের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড জানিয়েছে-ফজলুর হার্ডের দু’টি বাল্ব অপারেশন করতে হবে। অপারেশনের আগ পর্যন্ত তাকে নিয়মিত ওষুধ খেতে হবে। ভূক্তভোগি ফজলু জানিয়েছে, পেটের ভাত যোগানই কঠিন। তারমধ্যে প্রতিদিন অন্তত: ২০০/২৫০ টাকার ওষুধ কিনতে হচ্ছে। কিযে কষ্ট! বুঝাতে পারছি না। ডাক্তারদের কাছে পরামর্শ নিয়েছি, আমার হার্ডের দু’টি সফল অপারেশন করতে ইন্ডিয়া যেতে হবে। এ জন্য কমপক্ষে ৪/৫ লাখ টাকার প্রয়োজন। এই অল্প টাকাও আমার পক্ষে যোগাড় করা কঠিন। তাই বিত্তবানদের নিকট আর্থিক সাহায্য কামনা করছি।
সাহায্য পাঠাবার ঠিকানা-
মো: ফজলু, সোনালী ব্যাংক লি:
মেলান্দহ শাখা, জামালপুর।
সঞ্চয়ী হিসাব নম্বর-২৬১৫৩০১০৩৪৩৬৬।
অথবা বিকাশ নম্বর-০১৬২৪১০০১২৭, নগদ/ডাচবাংলা-০১৯১০৬০৫৯৯১।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।