জামালপুর সংবাদদাতা: কবি সংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হয়েছেন সংগঠনের কার্যকরী সভাপতি বিশিষ্ট কবি ও লেখক রফিকুল ইসলাম আধার।
শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের বটতলা কালিরবাজারস্থ শ্যামলবাংলা২৪ডটকম অফিসে সংগঠনের নির্বাহী পরিষদের এক সভায় তাকে ওই দায়িত্ব দেয়া হয়।
কবি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কবি তালাত মাহমুদের মৃত্যুর পর থেকেই সভাপতির পদটি শূন্য ছিল।
রফিকুল ইসলাম আধার কবিসংঘ বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রফিকুল ইসলাম আধার একাধারে কবি, সাংবাদিক এবং আইনজীবি।
বর্তমানে তিনি বাংলাদেশ বেতার, জনকণ্ঠ’র শেরপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।