সেবা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি ২০২৫ সালে ১ মার্চ রমজান শুরুর সম্ভাবনা দিয়েছে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
আমিরাতে ২০২৫ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা |
সংযুক্ত আরব আমিরাতের দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি ২০২৫ সালে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সোমবার (২৮ অক্টোবর) এ সংস্থা জানায়, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। এ পূর্বাভাসটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়ে গেছে, আর মাত্র চার মাস বাকি। সংস্থাটি জানিয়েছে, হিজরি পঞ্চম মাস জমাদিউল আউয়ালের চাঁদ দেখা ৩ নভেম্বর হতে পারে। জমাদিউল আউয়াল মাসের শুরুতে সঠিক তারিখ নির্ধারণে এ চাঁদ দেখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি চাঁদ দেখার প্রক্রিয়া অনুসরণ করে রমজান শুরুর সম্ভাবনা নির্ণয় করে থাকে।
এ বিষয়ে সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, "২০২৫ সালের ১ মার্চ সম্ভাব্য রোজা শুরু হলেও, তা চাঁদ দেখার ওপর নির্ভর করছে।"
আরব আমিরাতের চাঁদ দেখা ও রোজার নিয়মাবলি
দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি এবং আমিরাতের সরকার চাঁদ দেখা দ্বারা রমজান মাস নির্ধারণের জন্য ইলমি প্রযুক্তির ব্যবহার করে থাকে, যার মাধ্যমে ইসলামিক মাস নির্ধারণ সহজ হয়।
সাম্প্রতিক সময়ে আরব আমিরাতসহ পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে রমজানের সময়সূচি জানতে আগ্রহ বেড়েছে। এমন পূর্বাভাসের ফলে মুসলিমরা আগাম প্রস্তুতি নিতে সক্ষম হন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।