সেবা ডেস্ক: রাষ্ট্রপতি ফ্যাসিবাদের প্রোডাক্ট হলেও পদত্যাগে সাংবিধানিক শূন্যতার শঙ্কার কথা বললেন বিএনপির রুহুল কবির রিজভী। তিনি প্রশাসন ও বিচার বিভাগের সংস্কার দাবি করেন।
রাষ্ট্রপতি ‘ফ্যাসিবাদের প্রোডাক্ট’ হলেও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না: রুহুল কবির রিজভী |
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ফ্যাসিবাদের প্রোডাক্ট’ হলেও তাঁকে পদত্যাগের দাবি করে বড় ধরনের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা উচিত নয়। আজ শনিবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর তেজগাঁও এলাকায় লিফলেট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সাংবিধানিক শূন্যতা বড় আকারে সৃষ্টি হলে তা পূরণ করা কঠিন হবে, যা দেশের ভেতরে-বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সুযোগ তৈরি করতে পারে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে।
রিজভী আরও বলেন, জনগণ প্রশাসনের সংস্কার চায়—শেখ হাসিনার বিচার বিভাগ ও প্রশাসন পরিবর্তন করা সময়ের দাবি। জনগণ এমন বিচার ব্যবস্থা ও প্রশাসন চায় যা মানুষের শেষ আশ্রয়স্থল হবে এবং কল্যাণকর কাজ করবে। তিনি বলেন, বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ খাতে সংস্কার করতে বেশি সময় লাগা উচিত নয়। এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
রিজভী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি রাখে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম রবিন ও ডা. জাহিদুল কবির প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।