পিআইডি ২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: তথ্য অধিদপ্তর (পিআইডি) ২০ জন বিশিষ্ট সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনার সৃষ্টি করেছে।

পিআইডি ২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে
২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে পিআইডি


তথ্য অধিদপ্তর (পিআইডি) ২০ জন বিশিষ্ট সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী, গতকাল সোমবার এই আদেশটি পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের তালিকায় রয়েছেন দেশের বিভিন্ন শীর্ষ সংবাদমাধ্যম ও সংস্থার সাংবাদিকরা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, নয়াদিল্লিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক, বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা, এবং দৈনিক বাংলাদেশের সম্পাদক নঈম নিজাম

এছাড়া, ওমেননিউজ২৪ ডটকমের সম্পাদক ফরিদা ইয়াসমিন, দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, এবং এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নী সাহা সহ বিভিন্ন শীর্ষ সাংবাদিকরা রয়েছেন এই তালিকায়। পিআইডি এই সিদ্ধান্ত কেন নিয়েছে বা এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো কারণ জানায়নি।

অন্যদিকে, তথ্য অধিদপ্তরের এ ধরনের সিদ্ধান্ত দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মিডিয়া পেশাজীবী ও বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতা ও এর প্রভাব নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top